সরাইলে ইকবাল আজাদ হত্যা মামলা প্রত্যাহার ও পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ , ১৫ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
সরাইলে ইকবাল আজাদ হত্যা মামলা প্রত্যাহার ও পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি এ কে এম ইকবাল আজাদ হত্যা মামলা প্রত্যাহার ও পুনঃ তদন্তের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। সরাইল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে আয়োজিত মানববন্ধনটি বৃহস্পতিবার ( ১৫ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরের প্রধান সড়কে অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী মোঃ ইসমত আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মাহফুজ আলীর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক উদ্দিন ঠাকুর।
সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সরাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল আসাদ সিজারসহ আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উক্ত মানববন্ধনে অংশগ্রহন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক উদ্দিন ঠাকুর বলেন, ইকবাল আজাদকে আমি রাজনীতিতে এনেছিলাম। সে দেখতে সুদর্শন এবং তার টাকা পয়সা থাকায় আমরা আশা করে ছিলাম ইকবাল আজাদ সরাইলের এমপি হলে এলাকার উন্নয়ন হবে। কিন্তু তাকে কারা গাড়ির ভিতরে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে এসব কিছুই জানেন আমাদের মহিলা সংসদ সদস্য।
মূল হত্যাকারীদেরকে বাদ দিয়ে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে শূন্যতা সৃষ্টি করতে অতি কৌশলে নীল নকশার মাধ্যমে আমরা নিরীহ নিরপরাধ রাজনীতিবিদদেরকে হত্যা মামলার আসামী করা হয়েছে।
আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত আসামীদের বিচারের মুখোমুখি করে আমাদেরকে অব্যাহতি দিতে। এ বিষয়ে আমরা লাগাতার আন্দোলন করে যাবো এবং সরকার যদি আমাদের দাবী শেষ পর্যন্ত মেনে না নেন তখন বাধ্য হয়ে আমরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করবো।
উল্লেখ্য সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও ঢাকাস্থ সরাইল সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ইকবাল আজাদ ২০১২ সালের ২১ অক্টোবর খুন হোন। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মোঃ রফিক উদ্দিন ঠাকুর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলী ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ ইসমত আলী, ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছাদেক মিয়া, কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা ইঞ্জিনিয়ার মশিউর রহমান, সরাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ইদ্রিছ আলী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল আসাদ সিজারসহ অন্যান্য নেতা-কর্মীদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
আপনার মন্তব্য লিখুন