সরাইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন, এসব তৃতীয় পক্ষের ষড়যন্ত্র দাবি চেয়ারম্যানের
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন, এসব তৃতীয় পক্ষের ষড়যন্ত্র দাবি চেয়ারম্যানের
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউছার হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ইউনিয়ন পরিষদের ১২জন সদস্য ও এলাকাবাসী।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়ন পরিষদের সামনে এ অবস্থান কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করা হয়।
পাকশিমুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জুরবানু বেগম অভিযোগ করে বলেন, চেয়ারম্যান কাউসার হোসেন জন্মসনদ বাবদ ৫০ টাকার পরিবর্তে ৩শ থেকে ৫শ টাকা, ইম্প্রোভমেন্ট টয়লেটের জন্য ৩০ হাজার টাকা করে নেন। আমরা তার বিরুদ্ধে ১২জন ইউপি সদস্য মিলে ইউএনও স্যারের কাছে অনাস্থা দিয়েছি। আমরা তার অনিয়মের বিচার চাই।
তিনি আরও বলেন, চেয়ারম্যান আমার কাছ থেকে এক লাখ টাকা হাওলাত নিয়ে এখন বলে আমাকে প্যানেল চেয়ারম্যান বানিয়েছেন। তাই টাকা দিবেন না।
পাকশিমুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শরীফ উদ্দিন বলেন, চেয়ারম্যান স্বেচ্ছাচারিতাযর মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করছেন। ইউনিয়ন পরিষদের রেজুলেশন খাতায়, বিভিন্ন বিল ভাউচারে টাকা উল্লেখ না করে ভয়ভীতি দেখিয়ে ইউপি সদস্যদের সই নিচ্ছেন। ইউপি সদস্যরা চেয়ারম্যানের পদত্যাগ চাই।
এ ব্যপারে ইউপি চেয়ারম্যান কাউছার হোসেন বলেন, তৃতীয় পক্ষ মেম্বারদের ফুঁসলিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সত্য একদিন প্রকাশ হবে ইনশাআল্লাহ।
আপনার মন্তব্য লিখুন