সরাইলে ইউএনও উম্মে ইসরাতের উদ্যোগে অবশেষে দূর হচ্ছে আলোর নীচে অন্ধকার!!!
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ , ৮ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 8 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের উদ্যাগে অবশেষে আলোর নীচে অন্ধকার দূর হচ্ছে। সরাইল উপজেলা প্রশাসনিক ভবনের অদূরে অবস্থিত নিজ সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের অর্ধাংশ পার্শবর্তী পুকুরে বিলীন থাকলেও দেখার যেন কেউ ছিল না। বছরের পর বছর বিদ্যালয়ের খেলার মাঠের অর্ধাংশ পুকুরে নিমজ্জিত থাকায় খেলাধূলাসহ নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল বিদ্যালয়ের কোমলমতি শত শত শিশু শিক্ষার্থী। উপজেলা প্রশাসনের নাকের ডগায় অবস্থিত বিদ্যালয়টির এ দূর অবস্থা যেন অলোর নীচে অন্ধকারের শামিল। এ ব্যাপারে সরাইল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা”sarailnews24.com” ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকাসহ একাধিক পত্রিকায় বিভিন্ন সময়ে ” বাতির নীচে অন্ধকার, নিজ সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের বেহাল দশা, দেখার কেউ নেই” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। অবশেষে বিষয়টি গুরত্বের সহিত আমলে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে গাইড ওয়াল নির্মাণসহ মাঠি ভরাটের মাধ্যমে বিদ্যালয়ের মাঠটি সংস্কারের উদ্যোগ গ্রহন করে আলোর নীচে অন্ধকার দূর করছেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত। ইতিমধ্যেই সংস্কার কাজ শুরু হয়েছে এবং সরজমিনে এ কাজটি পরিদর্শন করেছেন তিনি। বছরের পর বছর অবহেলায় পড়ে থাকলে অবশেষে ইউএনও এর উদ্যোগে সংস্কার কাজ শুরু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিশু শিক্ষার্থীরা খুশি। এ ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অভিনন্দন জানিয়েছেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতকে।












আপনার মন্তব্য লিখুন