সরাইলে আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি-২০১৭ অনুষ্ঠান অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ , ৫ আগস্ট ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন -২(সরাইল-আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট মো: জিয়াউল হক মৃধা, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম(বার), সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মো: আব্দুর রহমান, সরাইল উপজেলা নির্বাহী অফিসার(অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইকবাল হোসেন, সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: মনিরুজ্জামান ফকির, সরাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক এডভোকেট মো: নাজমুল হোসেন, যুগ্ম আহ্বায়ক-১ উম্মে ফাতেমা নাজমা বেগম(শিউলী আজাদ), বিতার্কিক ও নন্দিত মিডিয়া ব্যক্তিত্ব ডা: আব্দুন নূর তুষার। অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তির সদস্য সচিব ডা: আশীষ কুমার চক্রবর্ত্তী ও তারঁ ছোট ভাই সরাইল থেকে প্রকাশিত পরগণা পত্রিকার স্টাফ রিপোর্টার নারায়ন চক্রবর্ত্তী। অনুষ্ঠানে সরাইল উপজেলার ১০টি শীর্ষস্থানীয় স্কুলের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী ও গোল্ডেন এ প্লাস প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
আপনার মন্তব্য লিখুন