সরাইলে আল্লামা ফারুকী হত্যার বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ , ২৬ আগস্ট ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা নূরুল ইসলাম ফারুকী হত্যার বিচারের দাবিতে সরাইলে সমাবেশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা এ জেড এম সাঈদুর রহমানের সভাপতিত্বে গত বৃহস্পতিবার(২৪আগস্ট) বিকালে সরাইল রাহমাতুল্লিল আলামিন দাখিল মাদ্রাসায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ম-সাংগঠনিক সচিব আলহাজ্ব এড. ইসলাম উদ্দিন দুলাল । সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি মাওলানা আহাম্মদ আলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক মুফতি রফিকুল ইসলাম রেজবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান, প্রচার সম্পাদক সৈয়দ আবুল বাশার, দপ্তর সম্পাদক মুফতি সায়েদুর রহমান রেজবী, সরাইল উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হোসাইন, জেলা যুবসেনার সাবেক যুগ্ম-আহবায়ক মাওলানা সেলিম হোসাইন, ছাত্রসেনার সাবেক আহবায়ক মাওলানা সাদ্দাম হোসাইন, সরাইল বাগে মদিনা দরবার শরিফের পীরজাদা মাওলানা মাসুম বাকি বিল্লাহ, উপজেলা ছাত্রসমাজের সভাপতি মোহাম্মদ আলমগীর মিয়া। বক্তব্য রাখেন মাওলানা সাদির জিহাদী, মাওলানা এরশাদুল ইসলাম, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ মজিবুর রহমান, মোহাম্মদ শাহ আলম মেম্বার , ছাত্রসেনা সরাইল উপজেলার সভাপতি ছাত্রনেতা হাফেজ শাহাদাত হোসাইন, সহ-সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ মাজহারুল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ আমানুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউছার উদ্দিন জালালি, সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ সাইফুল্লাহ জিলন, প্রচার সম্পাদক সবুজ আহমেদ, মোহাম্মদ আবুল হাসেম, হাফেজ মোহাম্মদ হেলাল, মোহাম্মদ ইকবাল হোসাইন, সহ জেলা ও উপজেলা ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ।
প্রে
আপনার মন্তব্য লিখুন