সরাইলে আলহাজ্ব সেলিম খন্দকারের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ , ৭ ফেব্রুয়ারি ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের কৃতি সন্তান আলহাজ্ব সেলিম খন্দকারের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার(৭ফেব্রুয়ারী) বাদ এশা কুট্টাপাড়া বড় জামে মসজিদ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য, কুট্টাপাড়া সেলিম খন্দকার বাজার, খন্দকার শপিং কমপ্লেক্স ও মক্কা নিরাপদ অটো এর স্বত্ত্বাধিকারী, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সেলিম খন্দকার এর মমতাময়ী মা আজ রোববার(৭ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টায় কুট্টাপাড়া খন্দকার শপিং কমপ্লেক্স এর বাসভবনে ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতাজনিত কারনে তিনি চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২পুত্র ও ২মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আলহাজ্ব সেলিম খন্দকার এর মায়ের মৃত্যুতে সরাইল প্রেসক্লাবসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় আলহাজ্ব সেলিম খন্দকার দূর-দূরান্ত থেকে কষ্ট করে যারা জানাজার নামাজে অংশগ্রহন করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে তাঁর মায়ের রুহের মাগফেরাতের জন্য সকলের দোয়া কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন