সরাইলে আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুরের ঘোড়া প্রতীকের সমর্থনে বিশাল আনন্দ মিছিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ , ১৪ মার্চ ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের আগামী ৩১মার্চ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর এর ঘোড়া প্রতীকের সমর্থনে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক বরাদ্ধের পর আজ বৃহস্পতিবার(১৪মার্চ) উপজেলার বিভিন্ন এলাকা থেকে আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুরের সমর্থকগণ ঘোড়া প্রতীকের সমর্থনে দফায় দফায় আনন্দ মিছিল বের করে উপজেলার প্রধান সড়কে এসে একত্রে মিলিত হয়। ঘোড়া প্রতীকের স্লোগানে ও আলহাজ রফিক উদ্দিন ঠাকুরের সমর্থনে একটি বিশাল মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে সমবেত হয়। এ সময় সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর জণগণের স্বত:ফূর্ত ভালবাসায় আপ্লত হয়ে বলেন ছাত্র জীবন থেকে শুরু করে জীবনের পুরোটা সময়েই জণগণের সুখে-দু:খে পাশে ছিলাম ইনশাল্লাহ জীবনের শেষ সময় পর্যন্ত জনগণের পাশেই থাকতে চাই। জনগণের প্রত্যক্ষভোটে বিগত দিনে আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে সাধ্যমত জণগণের সেবা করার পাশাপাশি এলাকার উন্নয়ন করার চেষ্টা করেছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে অত্র উপজেলার প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লার মানুষের সাথে আমার আত্বার বন্ধন সৃষ্টি হয়েছে। মাঠে ঘাটে রাজনীতির ময়দানে কে আপনাদের সুখে-দু:খে পাশে ছিল আর উড়ে এসে কে জুড়ে বসার চেষ্টা করছে এসব বিচারের ভার আমি জণগণের হাতেই ছেড়ে দিয়েছি। আগামী ৩১তারিখে ঘোড়া প্রতীকে আপনাদের রায় নিয়ে দ্বিতীয় বারের মত আমি ইনশাল্লাহ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার দৃঢ় আশাবাদী। এ সময় তিনি আগামী ৩১ তারিখের নির্বাচনে ঘোড়া প্রতীকে ভোট চেয়ে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
আপনার মন্তব্য লিখুন