সরাইলে আলহাজ্ব আজদু মিয়া স্মৃতি গণপাঠাগারের উদ্যোগে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে আলহাজ্ব আজদু মিয়া স্মৃতি গণপাঠাগারের উদ্যোগে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলহাজ্ব আজদু মিয়া স্মৃতি গণপাঠাগারের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।
আলহাজ্ব আজদু মিয়া স্মৃতি গণপাঠাগারের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, সহকারি কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন, সরাইল থানার অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো.আইয়ুব খান ও সরাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. হুমায়ুন কবির প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন