সরাইলে “আমেনা-আওয়াল নূরানিয়া হাফিজিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা’র র্নিমাণ কাজের উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ , ১০ মার্চ ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “আমেনা –আওয়াল নূরানিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা’র নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১০মার্চ/২০২০) বাদ যোহর উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পশ্চিমপাড়ায় মাদ্রাসার নির্মাণ কাজের উদ্বোধন করেন উক্ত মাদ্রাসার জায়গাদাতা সৈয়দটুলা পশ্চিমপাড়ার মৃত আব্দুল আওয়াল এর স্ত্রী আমেনা খাতুন। একই এলাকার ভোলন নূরানিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা’র প্রিন্সিপাল হাফেজ মুশারফ হোসেন, নির্মাণাধীন মাদ্রাসার জায়গাদাতার তৃতীয় পুত্র মোহাম্মদ আব্দুল করিমসহ নির্মাণ শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই মাদ্রাসার নূরানি, নাজেরা, হেফজ ও কিতাব বিভাগে ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। নির্মাণ কাজ শেষ করে আগামী রমজানের আগেই আলেম-ওলামা ও এলাকাবাসীসহ বিভিন্নস্তরের অতিথিবৃন্দকে নিয়ে আনুষ্ঠানিকভাবে উক্ত মাদ্রাসাটি উদ্বোধন করে প্রথম রমজান থেকেই মাদ্রাসার শ্রেনি কার্যক্রম শুরু করা হবে বলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল করিম জানিয়েছেন। উক্ত মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন “সৈয়দটুলা পশ্চিমপাড়া ভোলন নূরানিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার” প্রিন্সিপাল হাফেজ ক্বারী মুশাররফ হোসেন এর সহধর্মিনী ক্বারী আলেমা হাজেরা বেগম। এ ব্যপারে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক(গণিত) মোহাম্মদ আব্দুল করিম বলেন এলাকার বিভিণ্ন মাদ্রাসা ও মসজিদের আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বীদের পরামর্শক্রমে মায়ের দেওয়া জায়গায় মা বাবার নামে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দ্বীনের একটি প্রতিষ্ঠানের নির্মাণ কাজ মায়ের হাত ধরে শুরু করতে পেরে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। সেই সাথে ভাই ও বোনেরা দ্বীনের এই প্রতিষ্ঠানটি নির্মাণে স্বত:স্ফূর্তভাবে সার্বিক সহযোগিতা করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত দ্বীনের এই প্রতিষ্ঠানটিকে জারি রেখে আখেরাতে সকলের নাজাতের উচিলা হিসেবে কবুল করেন সেই জন্য তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন ।
আপনার মন্তব্য লিখুন