সরাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে মানববন্ধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ , ৯ ডিসেম্বর ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে মানববন্ধন পালিত হয়েছে। “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার(৯ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনিক চত্বরে মানববন্ধন পালিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের শিক্ষক ও অন্যান্য স্তরের নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন