সরাইলে আনোয়ার মাস্টারের নেতৃত্বে বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ , ২৮ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
সরাইলে আনোয়ার মাস্টারের নেতৃত্বে বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার এর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভা হয়। সরাইল উপজেলা বিএনপির বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খন্দকার মুন্নাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের সাবেক নেতা-কর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।
সরাইল উপজেলা বিএনপির বর্তমান কমিটি ও জেলা বিএনপির আসন্ন সম্মেলনের বিরুদ্ধে উক্ত বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন