সরাইলে আনোয়ার পারভেজ টিংকু’র পিতা-মাতা’র কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ , ২৯ ডিসেম্বর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে আনোয়ার পারভেজ টিংকু’র পিতা-মাতা’র কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ
সরাইল নিউজ ২৪.কম ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকার কৃতি সন্তান আনোয়ার পারভেজ টিংকু’র পিতা-মাতার কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সাংগঠনিক সফরে এসে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আনোয়ার পারভেজ টিংকুর পিতা-মাতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া ও প্রার্থনা করেন।
এ সময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রন্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, অর্থ সম্পাদক মোঃ আবুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এডভোকেট লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, সরাইল উপজেলা শাখার আহবায়ক আমিন খাঁন, যুগ্ম আহবায়ক মোঃ বাবুল হোসেন, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, যুগ্ম আহবায়ক সিরাজ মিয়া, কালীকচ্ছ ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক সামাউন রেজা মিটুসহ স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা আনোয়ার পারভেজ টিংকুর পিতা মোঃ আব্দুস সামাদ ছিলেন বর্ষীয়ান জননেতা। তিনি ছিলেন সরাইল থানা ছাত্র লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কালীকচ্ছ ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি। একই সাথে তিনি থানা আওয়ামী লীগ নেতা হিসেবেও দীর্ঘদিন কাজ করেছিলেন।
আপনার মন্তব্য লিখুন