সরাইলে আনুষ্ঠিকভাবে মেধাবী ও গরীব শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ , ২৫ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আনুষ্ঠানিকভাবে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার(২৪এপ্রিল) সকালে উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়। ইউনিভার্সেল মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডঃ গওহর রিজভী, ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ- দৌলা খাঁন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, সরাইল উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, ইউনিভার্সেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তীসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন মেধাবী ও গরীব শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন