সরাইলে আনুষ্ঠানিভাবে ইউএনও বিদায় ও বরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ , ২৪ অক্টোবর ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইউএনও উম্মে ইসরাতকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সাথে নবাগত ইউএনও এ এস এম মোসাকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। মঙ্গলবার(২৩অক্টোবর) সন্ধায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও বিদায় সংবর্ধনা ও নবাগত ইউএনও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: আব্দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক-১ উম্মে ফাতেনা নাজমা বেগম শিউলী আজাদ, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুর রাশেদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো: শের আলম মিয়া, মহিলা ভাইস-চেয়ারম্যান তাহমিনা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: ইসমত আলী। তবে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন ও যুগ্ম আহবায়ক-১ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়নি। সিনিয়র এ এস পি (সরাইল সার্কেল) মো: মনিরুজ্জামান ফকির, সরাইল থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূইঁয়া, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, আওয়ামীললীগ নেতা এ আই মনোয়ার উদ্দিন মদনসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য সরাইল উপজেলার সাবেক ইউএনও উম্মে ইসরাত পার্বত্য জেলা খাগরাছড়ির রামগর উপজেলায় বদলী হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন নবাগত সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) এ এস এম মোসা। ইতিপূর্বে তিনি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আপনার মন্তব্য লিখুন