সরাইলে আনুষ্ঠানিকভাবে ৭৫ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ , ৯ জানুয়ারি ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে আনুষ্ঠানিকভাবে ৭৫ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ জন মেধাবী শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে “আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি” প্রদান করা হয়েছে। আজ রোববার (৯ জানুয়ারী) দুপুরে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এই বৃত্তি প্রদান করা হয়।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এর চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী এর সভাপতিত্বে ও সাংবাদিক মনির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্তী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) এর এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত মহিলা আসন-৩১২ এর এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, সরাইল সার্কেল এর সিনিয়র এএসপি মোহাম্মদ আনিছুর রহমান, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন ও সরাইল উপজেলা আওয়ামী লীগ এর আহবায়ক এডভোকেট মোঃ নাজমুল হোসেন।
আপনার মন্তব্য লিখুন