সরাইলে আনুষ্ঠানিকভাবে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ , ১২ জুলাই ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
“পরিবার পরিকল্পনা, জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ১১জুলাই মঙ্গলবার বিশ্ব জনসংখ্যা দিবস আনুষ্ঠানিকভাবে পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় সরাইল উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বক্তব্য রাখেন সরাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডা: কাজী ফারুকী, উপজেলা পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডা: অনন্যা সুলতানা, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: শফিকুর রহমান, পরিবার পরিকল্পনা সহকারী হোসনে আরা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মিয়া।
আপনার মন্তব্য লিখুন