সরাইলে আনুষ্ঠানিকভাবে বই উৎসব পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ , ১ জানুয়ারি ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আনুষ্ঠানিকভাবে সরকার প্রদত্ত বিনামূল্যের বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(১ জানুয়ারী) সকাল ১০টা থেকে উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সরকার প্রদত্ত বিনা মূল্যের পাঠ্য বই আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সরকার প্রদত্ত বিনা মূল্যের বই বিতরণ উপলক্ষে অনষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খান, আওয়ামী লীগ নেতা হাজী মাহফুজ আলী, সরাইল প্রেসক্লাবের সভাপতি ও সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ বদর উদ্দিন, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও একই বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সাবেক সদস্য মোঃ শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিষদের সদস্য গাজী মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি এ জেড এম সাইদুর রহমান, গাজী মোহাম্মদ আব্দুল মাজিদ ও সৈয়দা ফারজানা আক্তার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকামন্ডলীসহ অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন। আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সরকার প্রদত্ত বিনা মূল্যের পাঠ্য নতুন বই তুলে দেন। অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী নাজিবা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক(গণিত) মোহাম্মদ আব্দুল করিম।
আপনার মন্তব্য লিখুন