সরাইলে আনুষ্ঠানিকভাবে বই উৎসব পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ , ২ জানুয়ারি ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২০১৯সালের ১জানুয়ারী সারাদেশের ন্যায় আনুষ্ঠানিকভাবে বই উৎসব পালন করা হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকার প্রদত্ত বিনামূল্যের পাঠ্যবই নতুন বছরে বিভিন্ন শ্রেণিতে উত্তীর্ণ নতুন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে এ উৎসব পালন করা হয়েছে। সরাইল উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নতুন বই তুলে দেন।
আপনার মন্তব্য লিখুন