সরাইলে আনুষ্ঠানিকভাবে দেশীয় অস্ত্র সমর্পণ ও শান্তির পক্ষে সৈয়দটুলা গ্রামবাসীর শপথ গ্রহণ অনুষ্ঠান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৪০ পূর্বাহ্ণ , ১৭ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আনুষ্ঠানিকভাবে দেশীয় অস্ত্র সমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সরাইল সদর ইউনিয়নের জনবহুল ও গুরুত্বপূর্ণ সৈয়দটুলা গ্রামবাসী শান্তির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে দাঙ্গামুক্ত সমাজ গড়তে শপথ গ্রহণ করেছেন। দাঙ্গামুক্ত সরাইল গড়ার অঙ্গীকার নিয়ে উপজেলার বিভিন্ন এলাকাকে দেশীয় অস্ত্রমুক্ত করতে ও দাঙ্গামুক্ত সমাজ গড়তে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ করার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাহাদাত হোসেন টিটুর সার্বিক পরিকল্পনায় বুধবার(১৬অক্টোবর) বিকালে সৈয়দটুলা গ্রামবাসীর উদ্যোগে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক উদ্দিন ঠাকুর। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ওসি মোঃ সাহাদাত হোসেন টিটো শান্তির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে উপস্থিত সকলকে শপত করান। এসময় দেশীয় অস্ত্র জমা দিয়ে শান্তির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন উপস্থিত গ্রামবাসী। সরাইল উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ ইসমত আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিছ আলী, ইউপি মেম্বার মোঃ ওমর আলী ও মোঃ রাফি মিয়াসহ সৈয়দটুলা গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্তরের লোকজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন