সরাইলে আনুষ্ঠানিকভাবে দেশীয় অস্ত্র সমর্পন, দাঙ্গামুক্ত এলাকা গড়ার অঙ্গীকার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ , ১১ সেপ্টেম্বর ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দেশীয় অস্ত্র সমর্পন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুুুুধবার(১১সেপ্টেন্বর) বিকালে উপজেলার নোয়াগাওঁ ইউনিয়নের তেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে দেশীয় অস্ত্র সমর্পন করা হয়। তেরকান্দা গ্রামে দাঙ্গা নিরসনের লক্ষ্যে তেরকান্দা গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত উক্ত দেশীয় অস্ত্র সমর্পন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাজল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) এ এস এম মোসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাহাদাত হোসেন টিটো। তেরকান্দা গ্রামের সর্বস্তরের লোকজনের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে দেশীয় অস্ত্র সমর্পনের মাধ্যমে দাঙ্গামুক্ত এলাকা গড়ার অঙ্গীকার করেন এলাকাবাসী।
আপনার মন্তব্য লিখুন