সরাইলে আনুষ্ঠানিকভাবে দুই শতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ , ১৩ অক্টোবর ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আনুষ্ঠানিকভাবে দুই শতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন। শুক্রবার(১২অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চান্দালী বাড়ির মোড়ে অনুষ্ঠিত যোগদান ও কর্নীসভায় নেতা-কর্মীরা আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন। শাহবাজপুর ইউনিয়ন জাতীয় পার্টির অাহবায়ক মোঃ কাজী মারাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ ( সরাইল-অাশুগঞ্জ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির অাহবায়ক অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ এমদাদুল হক ছালেক, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ অাব্দুল অাজিজ। শাহবাজপুর ইউপি ছাত্র সমাজের সদস্য সচিব সৈয়দ আহকাম আলী সিফাত এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহবাজপুর জাতীয় পার্টির সদস্য সচিব ও ইউপি মেম্বার মোঃ ফরহাদ মিয়া, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এমপির পিএস শেখ সিরাজুল ইসলাম, সরাইল সদর ইউনিয়ন যুবসংহতির সভাপতি মো: শিশির মিয়া, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক মো: হুসেইন শাওন, শাহবাজপুর ইউপি ছাত্র সমাজের আহবায়ক মো: রুবেল মিয়া, শাহবাজপুর ইউপি শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মো: রায়হান মিয়া প্রমুখ। জাতীয় পার্টির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। জাপা নেতা ফরহাদ মেম্বার, এমপির পিএস শেখ সিরাজুল ইসলাম, ছাত্র সমাজ নেতা মো: রুবেল মিয়া ও শ্রমিক পার্টির নেতা মো: রায়হান মিয়ার নেতৃত্বে এডভোকেট জিয়াউল হক মৃধা এমপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির দূর্গ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি বলেন, দীর্ঘ দশ বছর ধরে জনগণের আস্থা ও ভালবাসা নিয়ে আমার নির্বাচনী এলাকা সরাইল ও আশুগঞ্জে উন্নয়নের গতি ধারাকে অব্যাহত রেখে চলেছি। পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জাতীয় পার্টিকে ভালবেসে যারা জাতীয় পার্টির ছায়াতলে এসেছেন আমি সবাইকে স্বাগত ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অতীতে ভোটের মাধ্যমে আপনারা আমাকে দুইবার নির্বাচিত করে জনগণের পক্ষে কাজ করার জন্য যেভাবে সুযোগ করে দিয়েছেন আগামীতেও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সেইভাবেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আমি দৃঢ়ভাবে আশা করি।
আপনার মন্তব্য লিখুন