সরাইলে আনুষ্ঠানিকভাবে কমিউনিটি পুলিশিং ডে- ২০১৯ উদযাপিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ , ২৬ অক্টোবর ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
“পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইলে আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে- ২০১৯। সরাইল থানা পুলিশের উদ্যোগে আজ শনিবার(২৬অক্টোবর) দিবসটি উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় সরাইল থানা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরাইল থানা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাহাদাত হোসেন টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার(অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদন্নতিপ্রাপ্ত) মকবুল হোসেন। সরাইল থানার পরিদর্শক(ওসি তদন্ত) নুরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, পানিশ্বর ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম ও জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধাসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন