সরাইলে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ , ২৮ মে ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাওঁ ইউনিয়নের আইরল ইউনিয়ন ভুমি অফিসের নবনির্মিত ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার(২৮মে) সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ভবনটি উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন, নোয়াগাও ইউপি চেয়ারম্যান মোঃ কাজল চৌধুরী, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব খান বাবুল, আওয়ামীলীগ নেতা হাজী মোঃ মাহফুজ আলী, আওয়ামীলীগ নেতা হাজী ইকবাল হোসেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন