সরাইলে আনন্দ র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ , ৬ জানুয়ারি ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত ৪জানুয়ারি বৃহস্পতিবার দিবসটি পালনে সরাইল উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা দিনব্যাপি নানা কর্মসূচী পালন করে। সকাল ১১টায় সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফেজুল আসাদ সিজার এর নেতৃত্বে একটি বিশাল আনন্দ র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতা-কর্মীরা উক্ত র্যালিতে অংশগ্রহন করেন। পরে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফেজুল আসাদ সিজার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনন্দ র্যালি ও আলোচনা সভায় সরাইল উপজেলা পরিষদের
সাবেক চেয়ারম্যান অালহাজ্ব মোঃ রফিক উদ্দিন ঠাকুর , উপজেলা আওয়ামীলীগের নেতা মোঃ জহিরুল ইসলাম মন মিয়া, ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান রনি, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য পায়েল হোসেন মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আমিন খা, যুগ্ম আহবায়ক হোসেন মিয়া, ছাত্রলীগ নেতা আলী আমজাদ হৃদয়, মো:জুয়েল মিয়া, মো:শরীফ উদ্দীন, আশিক, মিলন প্রমূখ। পরে কেক কেটে ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকীতে উদযাপন করেন।
আপনার মন্তব্য লিখুন