সরাইলে আনন্দ মিছিল ও কেক কেটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ , ১ জানুয়ারি ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আনন্দ মিছিল ও কেক কাটার মাধ্যমে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ বুধবার(১জানুয়ারী) বিকালে সরাইল উপজেলা ছাত্রদলের উদ্যোগে উক্ত মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সরাইল উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বার এর নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অন্নদা স্কুল মোড়ে এসে শেষ হয়। পরে উপস্থিত নেতা-কর্মীরা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আনুষ্ঠানিকতা শেষ করেন। এ সময় নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেন।
আপনার মন্তব্য লিখুন