সরাইলে আগামীকাল আসছেন ডা: দীপু মনি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ , ১০ ডিসেম্বর ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
আগামীকাল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আসছেন পররাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এম.পি। উপজেলার নন্দিত শিক্ষাবিদ, ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মরহুম অধ্যক্ষ শেখ মো. আবু হামেদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি আসছেন বলে জানা যায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, পার্বত্য চট্রগ্রাম সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা র,আ,ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এম.পি, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এম.পি। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের জেলা ও উপজেলা কমিটির নেতা-কর্মী, স্থানীয় সুশীল সমাজ ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করবেন। আবহাওয়া সংক্রান্ত কারণে সরাইল শহীদ মিনার চত্বর এর বিকল্প ভেন্যু হিসেবে জেলা পরিষদ মিলনায়তনকে(সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম) নির্ধারণ করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানটি শুরু হবে। এ ব্যাপারে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন