সরাইলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এ আই মনোয়ার উদ্দিন মদন আর নেই
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ , ২ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এ আই মনোয়ার উদ্দিন মদন আর নেই। আজ মঙ্গলবার( ২ফেব্রুয়ারী) সকাল ৯টায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থতা জনিত কারনে তিনি চিকিৎসাধীন ছিলেন। বীর মুক্তিযোদ্ধা এ আই মনোয়ার উদ্দিন মদন বাংলাদেশ আওয়ামী লীগ সরাইল উপজেলা শাখার সাবেক সহসভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন সেই সাথে তিনি এলাকায় একজন বিশিষ্ট শালিশকারক হিসেবে সুপরিচিত ছিলেন । উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের এই কৃতি সন্তান সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল এমরানসহ ২ পুত্র, ২ মেয়ে এবং অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর কুট্টাপাড়া খেলার মাঠে জানাজার নামায অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বীর মুক্তিযোদ্ধা এ আই মনোয়ার উদ্দিন মদন এর মৃত্যুতে সরাইলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। তাঁর রুহের মাগফেরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন