সরাইলে আইসিটি সেমিনার-২০১৭ অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ , ১৪ অক্টোবর ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আইসিটি সেমিনার-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(১৪অক্টোবর) সকাল ১০টায় সদ্য জাতীয়করণকৃত সরাইল ডিগ্রী কলেজে এ সেমিনার অনুষ্ঠিত হয়। আই টিচ আইটি কর্তৃক আয়োজিত উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন সরাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল। আইসিটি প্রোগ্রামার আলী আমজাদ হৃদয় এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যাপক রফিকুল ইসলাম, আই টিচ আইটির উপদেষ্টা মাজিদুল হক সবুজ, ফয়সাল আহমেদ, ফয়সাল সিদ্দীকি সারদ, কাজী আশিকুর রহমান পাপন, সানা উল্লাহ গিয়াস উদ্দিন সেলু প্রমুখ। অনুষ্ঠানে সরাইল ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষিকা, ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন