সরাইলে আইন শৃঙ্খলা কমিটির সভায় উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপি, উচ্ছ্বাসিত দলীয় নেতা-কর্মী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ , ১৫ অক্টোবর ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার(১৫ অক্টোবর ) সকালে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত ৫বারের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদে নির্বাচিত দুইবারের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। সরাইল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ,
সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাহাদাত হোসেন টিটো, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডাঃ নোমান মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ফাতেমা আক্তার , সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, পাকশিমুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলাম, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খানসহ আইনশৃংলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে আইনশৃংলা কমিটির সভায় স্থানীয় এমপির যোগদানের খবরে দলীয় নেতা-কর্মীরা উপজেলা চত্বরে ভীড় জমায়। এ সময় নেতা-কর্মীরা উচ্ছ্বাসিত মনে তাদের প্রিয় নেতাকে স্বাগত জানান। সরাইল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন টানা ২৭বছরের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহসভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপির একমাত্র পুত্র মাইনুল হাসান তুষার, সরাইল উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সহসভাপতি আবু তাহের, সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন, সরাইল সদর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা কাজল মিয়াসহ দলীয় অন্যান্য নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন