সরাইলে আইন শৃংখলা কমিটির বিশেষ সভায় ওসি সাহাদাত হোসেনঃ “মাদকের টাকা খাওয়া আমার জন্য হারাম, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সাথে কোনো আপোষ নেই”
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ , ৭ আগস্ট ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সাথে আমার কোনো সহ্যতা নেই। কেউ যদি এমনটা বলেন তাকে আটক করে আমাকে খবর দিবেন। আমি নিজে গিয়ে তার মুখোমুখী হব। মাদক ব্যবসাী ও মাদকসেবীদের সাথে কোনো আপোষ নেই। আমি আগেও বলেছি, এখনও বলি, মাদকের টাকা খাওয়া আমার জন্য হারাম। আমি এখানকার নাগরিক নয়। সরকারি সেবা দিতে এখানে এসেছি। আমাকে পজিটিবভাবে পরিচালিত করলে আমি ভাল কিছু দিতে পারব। আর আমাকে নেগিটিবভাবে পরিচালিত করলে আমি নেগেটিভই থেকে যাব। আমাদের লোকবল অনেক কম। রয়েছে অনেক সীমাবদ্ধতা। তারপরেও আমি যেহেতু থানার ইনচার্জ আপনাদের প্রত্যাশা আমার উপরই থাকবে এটাই স্বাভাবিক। আমার সাধ্যমত আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করব, আপনারাও যথাসাধ্য আমাকে সহযোগিতা করবেন। গত মঙ্গলবার(৬আগস্ট) দুপুরে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত আইন শৃংখলা কমটির বিশেষ সভায় সরাইল থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাহাদাত হোসেন টিটু এ কথা বলেন। সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃংখলা কমিটির উক্ত বিশেষ সভায় সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ফারজানা প্রিয়াংকাসহ আইনশৃংখলা কমিটির বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।
আপনার মন্তব্য লিখুন