সরাইলে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ , ৫ নভেম্বর ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইলল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দেশীয় অস্ত্র-সস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছেন সরাইল থানা পুলিশ। আজ ৫নভেম্বর রোববার রাত ৩টায় উপজেলার বড্ডাপাড়া খাদ্য গুদামের সামনে থেকে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। জানা যায়, ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতিকালে সরাইল থানার এস আই আবু বকর সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে ডাকাতদলকে ধাওয়া করে সাদ্দাম হোসেন(৩০), ইসমাইল মিয়া(১৮) ও হৃদয় প্রকাশ আরিফ মিয়া(২০) নামে তিন ডাকাতকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ১টি রামদা, ১টি ডেগার, ৩টি বল্লম উদ্ধার করা হয়।
আপনার মন্তব্য লিখুন