সরাইলে অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ , ২২ মে ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনা পরিস্থিতিতে অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার। আজ শুক্রবার(২২মে) সকালে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন এলাকার অসহায় ও কর্মহীন ১২০টি পরিবারের মাঝে নগদ অর্থ ও ১০কেজি করে চাল বিতরণ করেছেন তিনি। এ ব্যপারে আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার সরাইল নিউজ ২৪.কমকে বলেন, সাধ্যমত প্রচেষ্টায় অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। আজ বিভিন্ন এলাকার ১২০টি পরিবারে নগদ অর্থ ও ১০কেজি করে চাল বিতরণ করেছি। আগামীকাল শনিবার(২৩মে) আমার নিজ এলাকা কুট্টাপাড়ার অসহায় ও কর্মহীন শতাধিক পরিবারে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। বিভিন্ন এলাকার অসহায় ও কর্মহীন মানুষের মাঝে পর্যায়ক্রমে সাধ্যমত নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ। উল্লেখ্য বিগত জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে এমপি পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন