সরাইলে অভিনব কায়দায় স্বর্ণব্যবসায়ীর শতাধিকভরি স্বর্ণালংকার ছিনতাই
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ , ১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিনব কায়দায় এক ব্যবসায়ীর শতাধিকভরি স্বর্নালংকার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে সরাইল থানায় সাধারণ ডায়রী (জিডি) করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। গত মঙ্গলবার(১৩নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের বড় দেওয়ান পাড়া কবরস্থান সং লগ্ন সড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, সরাইল বিকাল বাজারের হাজী সুপার মার্কেটের আপন স্বর্ণ শিল্পালয়ের মালিক তপন বণিক ও তার পুত্র বিষ্ণু বনিক মঙ্গলবার সন্ধায় অন্যান্য দিনের মত দোকানের স্বর্ণালংকার ব্যাগে নিয়ে দোকান বন্ধ করে গ্রামের বাড়ি সদর ইউনিয়নের বণিক পাড়ার উদ্দেশ্যে রিক্সাযোগে রওনা দেন। বড়দেওয়ানপাড়া কবরস্থানের পূর্বে অবস্থিত রাস্তা দিয়ে কবরস্থানের উত্তরপ্রান্তে যাওয়ার সাথে সাথে বিপরীত দিক থেকে একটি মোটর সাইকেলে করে হেলমেট পরিহিত ৩ আরোহী তাদের বহনকারী রিক্সাটির গতিরোধ করে কিছু বুঝে ওঠার আগেই রিক্সা ড্রাইভারসহ ব্যবসায়ী তপন ও তার পুত্র বিষ্ণুর চোখে-মুখে মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে তাদের হাতে থাকা স্বর্ণালংকারের ব্যাগটি দস্তা-দস্তি করে ছিনিয়ে নেয়। এসময় তাদের আর্ত-চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে আসার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। ছিনতাইকৃত স্বর্ণালঙ্কারের বাজার মূল্য ৪২ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, তদন্ত কাজ চলছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ছিনতাইকৃত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
আপনার মন্তব্য লিখুন