২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে অভিনব কায়দায় ছিনতাই হওয়া ১৪১ভরি স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার: ২, ফুলেল সংবর্ধনায় পুলিশ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ , ১৭ নভেম্বর ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

sarail photo-1-17-11-2018sarail pic-2sarail pic-1
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছিনতাই হওয়া ১৪১ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছেন পুলিশ। সেই সাথে  ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার(১৩নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সরাইল বিকাল বাজারের আপন স্বর্ণ শিল্পালয় এর মালিক সদর ইউনিয়নের বণিকপাড়ার বাসিন্দা তপন বণিক ও তার ছেলে বিষ্ণু বণিক দোকান বন্ধ করে রিকশাযোগে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী রিকশাটি বড়দেওয়ানপাড়া কবরস্থান এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা তিন ব্যক্তি বিপরীত দিক থেকে মোটর সাইকেল যোগে এসে রিকশার গতিরোধ করে এবং বাবা ও ছেলের চোখে-মুখে মরিচের গুঁড়া ছুঁড়ে মারে। এসময় তাদের সাথে নগদ ৮লক্ষ ৫০হাজার টাকা ও  ১৮০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ভর্তি একটি ব্যাগ দস্তা-দস্তি করে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার ২দিন পর গত শুক্রবার(১৬নভেম্বর) সকালে বিষ্ণু বণিক বাদী হয়ে সরাইল থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৭ তারিখ: ১৬/১১/২০১৮। মামলার গুরুত্ব¡ অনুসারে চাঞ্ছল্যকর আলোড়ন সৃষ্টিকারী মামলা হিসেবে মামলার তদন্তভার গ্রহন করেন সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূঁইয়া। পরে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে টিম গঠন করে মামলার তদন্তকাজ তিনি অব্যাহত রাখেন এবং সহকারী পুলিশ সুপার(সরাইল সার্কেল) মোঃ মনিরুজ্জামান ফকির এর নেতৃত্বে ওসি মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া, আইজি ব্যাজ(বার), পুলিশ পরিদর্শক(তদন্ত) নুরুল হক, এএসআই শাহ জালাল, এএসআই আনোয়ারুল হক, এএসআই এনামুল হক ও সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনাকালে বিজয়নগর থানাধীন চান্দুরা বাসস্ট্যান্ড হইতে  শুক্রবার(১৬নভেম্বর) দুপুরে সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের(জ্বীন হাটি) মৃত নবিজুল হকের পুত্র মো: সাইদুল হক প্রকাশ সাইদুল (৪০) ও বড্ডাপাড়া গ্রামের সুরুজ খাঁর পুত্র এমরান খাঁকে (৩৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ব্যপক জিজ্ঞাসাবাদের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার রাতে বণিকপাড়ার নিত্য তলাপাত্রের বাড়ির পশ্চিম পাশে পুকুরপাড়ে কলাগাছের গোড়ার গর্ত থেকে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে নীল পলিথিন ও স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ছিনতাই হওয়া ১৪১ভরি  লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করেন পুলিশ । এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে এ ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৪১ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। পুলিশ জনগণের বন্ধু, পুলিশ জনতা, জনতাই পুলিশ উদ্ধার অভিযানের মাধ্যমে আমরা এটা প্রমান করতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সিনিয়র সহকারী পুলিশ সুপার( সরাইল সার্কেল) মোঃ মনিরুজ্জামান ফকির বলেন, গ্রেফতারকৃতরা পুলিশে জিজ্ঞাসাবাদে ওই স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের সাথে জড়িত বলে স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে ছিনতাই হওয়া ১৪১ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। পুলিশ জনগণের বন্ধু এ ঘটনায় আমরা সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছি। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে অপরাধ মুক্ত সরাইল উপহার দেব ইনশাল্লাহ। চাঞ্চল্যকর এ ঘটনায় শনিবার(১৭নভেম্বর) দুপুরে সরাইল থানায় প্রেস ব্রিফিং করেছেন পুলিশ। এ সময় সরাইল থানায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, সিনিয়র সহকারী পুলিশ সুপার(সরাইল সার্কেল) মনিরুজ্জমান ফকির, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূঁইয়া, পুলিশ পরিদর্শক(তদন্ত) নুরুল হক, উদ্ধার অভিযানে অগ্রণী ভূমিকা পালনকারী এএসআই মোহাম্মদ শাহজালালসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স, সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: রফিক উদ্দিন ঠাকুর, আওয়ামীলীগ নেতা মাহফুজ আলী, জাপা নেতা হুমায়ুন কবীর, বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ, প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়াকর্মীসহ এলাকার সাধারণ লোকজন এ সময় উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং শেষে সরাইল থানা পুলিশের জনকল্যানমূলক কাজের প্রশংসা করে গ্রেফতার ও ছিনতাই হওয়া স্বর্ণালংকার উদ্ধারকারী পুলিশ কর্মকতাসহ সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন