২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

সরাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে দুই পক্ষের সংঘর্ষ, হাসপাতাল ভাংচুর

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ , ৫ আগস্ট ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

 

FB_IMG_1564994054439

সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় শামীম নামে অবসর প্রাপ্ত এক সৈনিক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে প্রতিপক্ষের লোকজন স্থানীয় একটি প্রাইভেট হাসপাতাল ভাংচুর করেছেন । উপজেলার সদর ইউনিয়নের হাসপাতাল মোড়ে আজ সোমবার(৫আগস্ট) দুপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে সরাইল হাসপাতাল মোড়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় হাসপাতাল মোড়ের আমতলার দক্ষিণ পার্শ্বসহ আশ-পাশের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান চলাকালে উৎসুক জনতার মধ্যে উচালিয়াপাড়া গ্রামের অবসর প্রাপ্ত সৈনিক শামীম মিয়া অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে স্থানীয় ডিজিটাল হাসপাতালের অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা বলেন। এ সময় ডিজিটল হাসপাতালের মালিক ইউনুছ মিয়ার ভাই ছাদেক মিয়া শামীম মিয়ার উপর চড়াও হলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ছাদেক মিয়া অবসর প্রাপ্ত সৈনিক শামিম মিয়াকে লাঠি দ্বারা আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে শামীমের লোকজন এসে ডিজিটাল হাসপাতালের দক্ষিন দিকে হামলা চালিয়ে বিভিন্ন জানালার গ্লাস ভাংচুর করে। সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। আহত অবসর প্রাপ্ত সৈনিক শামীম মিয়াকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতাল মোড়ে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন