সরাইলে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ভ্রাম্যমান আদালতে বিচার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ , ২৭ নভেম্বর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
সরাইলে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ভ্রাম্যমান আদালতে বিচার
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন।
মঙ্গলবার(২৬ নভেম্বর) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের অবৈধ জিসান ব্রিকস নামক ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, কালিকচ্ছ ইউনিয়নে অবস্থিত অবৈধ জিসান ব্রিকস নামক ইটভাটায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করার সময় ইট ভাটা কর্তৃপক্ষ পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স দেখাতে পারেনি। এছাড়া ইটভাটাটি নদীর তীরের প্রায় ৩০ ফুট জায়গা দখল করে রাখে। এই সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত আইনের ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৪ ধারায় দুইজন মালিককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া আইনের ২০ ধারায় ইট ভাটার সমস্ত কিছু সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয় এবং ইটভাটার চিমনি ও কুন্ডলি ভেঙে দেওয়া হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিৎ করেছেন।
আপনার মন্তব্য লিখুন