সরাইলে অবৈধভাবে পাচারকালে শতাধিক বস্তা সরকারি চাল উদ্ধার, আটক:
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ণ , ১২ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধভাবে পাচারকালে শতাধিক বস্তা সরকারি চাল জব্দ করেছেন সরাইল থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া এলাকা থেকে খাদ্য অধিদপ্তরের সীলমোহরযুক্ত শতাধিক বস্তা চাল জব্দ করে থানায় নিয়ে আসেন। এ সময় ঘটনার সাথে জড়িত সন্দেহে ৫জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন দেওড়া গ্রামের জয়নাল মিয়ার পুত্র শাকিল (২০), আলকাছ মিয়ার পুত্র রাজন (২০), গোলাম সফর আলীর পুত্র সাইফুর রহমান (৩০), আবদুল মালেক মিয়ার পুত্র মাসুদ মিয়া (৪৫) ও আবদুল রসুল মিয়ার পুত্র মো. তৌহিদ মিয়া (৫০)। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। গরীবের জন্য বরাদ্ধকৃত সরকারি চাল রাতের অন্ধকারে অবৈধভাবে পাচারের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্থি দাবি করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাহাদাত হোসেন টিটো(ওসি) ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন আটক চালের বস্তাগুলো থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৫জনকে আটক কর হয়েছে।
আপনার মন্তব্য লিখুন