সরাইলে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কর্তনের দায়ে ১জনের ১০দিনের কারাদন্ড
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ , ২৬ এপ্রিল ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
সরাইলে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কর্তনের দায়ে ১জনের ১০দিনের কারাদন্ড
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কর্তন করে ট্রাকে ভরার সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন সরাইল থানা পুলিশ। এ সময় মাটিভর্তি একটি ট্রাকও জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাটি কর্তনের সাথে জড়িত অন্যান্য লোকজন পালিয়ে যায়।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী বিল এলাকায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম এরশাদ (৪৫)। তিনি নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার রহম আলীর পুত্র।
এই সময় মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারায় গ্রেফতারকৃত এরশাদকে ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসেন। একই সাথে পালিয়ে যাওয়া অপরাধীদের বিরুদ্ধে সরাইল থানায় নিয়মিত মামলা দায়েরের জন্য সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
এ ব্যপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন।
আপনার মন্তব্য লিখুন