সরাইলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ইউপি নির্বাচন উপলক্ষে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ , ১২ নভেম্বর ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ইউপি নির্বাচন উপলক্ষে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১২ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য সরাইল উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষেভাবে সম্পন্ন করার লক্ষ্যে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদ প্রার্থীদের নিয়ে উক্ত সভার আয়োজন করেন জেলা প্রশাসন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস কবির, র্যাব-১৪ এর অধিনায়ক রফি উদ্দিন মোঃ যুবায়ের, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, সরাইল সার্কেলের সিনিয়র এ এসপি মোঃ আনিসুর রহমান ও সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেনসহ নির্বাচন অফিসের কর্মকর্তা ও প্রতিদ্বন্দী প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ সরাইল উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দিতে সকলে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মন্তব্য লিখুন