সরাইলে অবশেষে সোজা করা হয়েছে হেলে পড়া বৈদ্যুতিক খূঁটি, জনমনে স্বস্থি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ , ২ অক্টোবর ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম স৷রাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ এলাকায় বৈদ্যুতিক লাইনের হেলে পড়া খূটিঁ অবশেষে সোজা করা হয়েছে। সরাইল উপজেলা বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে খূটিঁ সোজা করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য “সরাইলে ঝুকিঁপূর্ণ বৈদ্যুতিক খূটিঁ, জনমনে আতংক” শিরোনামে অনলাইন পত্রিকা(পোর্টাল) “www.sarailnews24.com” সহ বিভিন্ন শিরোনামে অন্যান্য পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশের পর দিন হেলে পড়া বৈদ্যুতিক খূঁটি সোজা করায় স্থানীয় জনমনে স্বস্থি ফিরে এসেছে।
আপনার মন্তব্য লিখুন