১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ রক্ষায় প্রতিবাদ সভা ও মানববন্ধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ , ২৮ অক্টোবর ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

 FB_IMG_1540719466835FB_IMG_1540719471614

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ দখল করে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৮অক্টোবর) সকাল সাড়ে ১০টায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে  মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। সরাইল উপজেলা নাগরিক সমাজ, উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। এতে উপজেলার সর্বস্তরের লোকজন অংশগ্রহন করেন। এ সময়য় বক্তাগণ বলেন, তদানীন্তন জমিদার অন্নদা প্রসাদ রায় ১৮৭১ খ্রীস্টাব্দে  বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার সময় পড়া-লেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলা-ধূলার জন্য এই মাঠটি রেখে গেছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলা-ধূলার পাশাপাশি উপজেলার ক্রীড়ামোদীদের ফুটবলল, ক্রিকেট খেলা,   বিভিন্ন জাতীয় দিবসে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রতিযোগিতা, ৪০বছর ধরে চলে আসা ১০দিন ব্যপি কোরআন তাফছির
মাহফিল ও দুই ঈদের জামাত  অনুষ্ঠিত হয়। এ অস্থায়  খেলার মাঠের পূর্বদিকে প্রধান গেইট সংলগ্ন মাঠে ১৩৭ফুট দৈর্ঘ্য,  ৫০ফুট প্রস্থ ও ৩০টি কক্ষবিশিষ্ট ৬ষ্ঠতলা ভবন  নির্মাণের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর প্রকৌশলী কর্তৃক সয়েল টেস্ট করা হয়েছে। মাঠের পূর্ব পাশের গোল পোস্ট ভেঙ্গে সয়েল টেষ্ট করিয়েছে। অবিলম্ব এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানানোন হয়। প্রয়োজনে মাঠের পশ্চিম পাশের খালি জায়গায়  বহুতল ভবনটি নির্মাণ করে ঐতিহ্যবাহী খেলার মাঠটি রক্ষা করার দাবি জানানো হয়। ।  পরে  উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার কার্যালয়ে  এ ব্যপারে স্মারকলিপি  প্রদান করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন