১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে “অনলাইন গ্রুপ সেবানন্দের” উদ্যোগে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ , ২৪ মার্চ ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

“সেবানন্দ আছে মনে-প্রাণে সর্বদা মানবতার জয়গানে”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার এক ঝাকঁ তরুণ যুবক পরিচালিত সেবামূলক অনলাইন সংগঠন “সেবানন্দের” উদ্যোগে গরীব ও মেধাবী শিশু শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ শনিবার(২৪র্মাচ) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের নিজ সরাইল গ্রামে অবস্থিত “আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া সংগঠনের নাম খুচিত গেঞ্জি সরাইলের বিশেষ ব্যক্তিবর্গের মাঝে বিতরণ করা হয়।  এসময় সেবানন্দ গ্রুপের এডমিন দেলোয়ার উদ্দিন, জাকির হোসেন, নাহিদুল হাসান, ফারজানা আক্তার, মডারেটর আক্তার হোসেন, রাজিব মিয়া, আল-আমিন মিয়া, নিলয় খান, তফসির বক্স, জাবের ইসলাম, তাজুল ইসলাম, শুভ, জুয়েল মিয়া, নুর আলম, ওয়াছেল, ফাহিম মিয়া, বিল্লাল খান, জুমন মিয়া, ফরহাদ মিয়া, বক্কর মিয়া, রিপন মিয়া, মাসুদ মোল্লা, স্বপন মিয়া, মামুন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। ২০১৮সালের ফেব্রুয়ারী মাসে প্রতিষ্ঠিত সেবানন্দ গ্রুপের বর্তমান সদস্য বিশ হাজারের অধিক। সংগঠনটির প্রধান এডমিন দেলোয়ার উদ্দিন সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমাদের সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক। স্বেচ্ছায় রক্তদানসহ নানা সামাজিক  সেবামূলক কর্মকান্ড করাই এই সংগঠনের প্রধান উদ্দেশ্য। সংগঠনের ব্যপক প্রসার ও সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন