সরাইলে অনলাইন গ্রুপ “সেবানন্দ” এর আনুষ্ঠানিক উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ , ২৭ মার্চ ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ারর সরাইলে অনলাইন গ্রুপ “সেবানন্দ” এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধ করা হয়েছে। রোববার(২৫মার্চ) বিকালে উপজেলা সদরের নিজসরাইল গ্রামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরাইল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মো: আব্দুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, এডভোকেট নাজমুল হোসেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সেবানন্দের সিনিয়র এডমিন দেলোয়া উদ্দিনসহ এডমিন, মডারেটর একঝাঁক উদ্যোমী তরুন এতে উপস্তিত ছিলেন। এর আগে এক বিশাল মাদক বিরোধী র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে এডভোকেট নাজমুল হোসেন, উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, মোসাহেদ মোল্লা মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। সেবানন্দ এর উদ্যোগে ইতিমধ্যে আলীনগর সরাকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় চারশত (৪০০) শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও পুষ্টিকর বিস্কিট বিতরণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিথিতে সবার প্রিয় সেবানন্দ পরিবারের কেক কাটা পর্ব এবং স্থানীয় দুস্থ্দের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং কাপড় বিতরণ, স্বাধীনতা দিবস উপলক্ষে সকল শহিদদের স্বরনে সরাইল জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আত্বার মাগফেরাত কামনা করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন