সরাইলে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩৮ পূর্বাহ্ণ , ৩ এপ্রিল ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ডেস্ক রিপোর্ট:
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিশ্বরোড বাস স্ট্যান্ড এলাকা থেকে এক অজ্ঞাত (৫০) নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে সরাইল বিশরোড এলাকার ইকোনো বাস স্ট্যান্ডের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই নারী সরাইল এলাকায় আসেন। এ সময় তিনি অসুস্থতা অনুভব করলে স্থানীয় হাজী আব্দুর রহমান মার্কের একটি ফার্মেসিতে যান চিকিৎসা নিতে। এ সময় তিনি শ্বাসকষ্টের জন্য ইনহেলার নেন। এর কিছুক্ষণ পরেই ইকোনো বাসের স্ট্যান্ডের পেছনে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।
আপনার মন্তব্য লিখুন