সরাইলে অজ্ঞাত নারীর মাথাবিহীন লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ , ৬ অক্টোবর ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাত এক মহিলার মাথাবিহীন লাশ উদ্ধার করেছেন পুলিশ।
শনিবার(৫ অক্টোবর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর এলাকার ফসলি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হক বলেন, স্থানীয় লোকদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তিনি বলেন, মাথাবিহীন এ লাশ একজন নারীর। বয়স অনুমান ২৫ বছর। লাশের পরনে কোনো কাপড় ছিল না। লাশের পরিচয় নিশ্চিত হতে পিবিআই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রয়োজনীয় কর্মকাণ্ড চালিয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো বলেন, ওই নারীর লাশের মাথা না থাকায় স্থানীয়রা কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেননি। লাশ উদ্ধারের পর এ ব্যাপারে প্রয়োজনীয় তদন্ত অব্যাহত আছে।
আপনার মন্তব্য লিখুন