সরাইলে অগ্নিদগ্ধ হয়ে ৫ গরুর মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ , ২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অগ্নিদগ্ধ হয়ে ৫ গরুর মৃত্যু হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া এলাকায় মনোয়ারা হাসপাতালের পেছনে কাজল মিয়ার বাসাবাড়িতে সোমবার(২২এপ্রিল) দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটে। জানা যায়, প্রতিদিনের মত বাড়ির একটি কক্ষে ৫টি গরু তালাবদ্ধ ছিল। এ অবস্থায় রাত ২টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাসায় আগুন লাগে। এ সময় বাড়িতে থাকা লোকজন সুর চিৎকার করে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় তালাবদ্ধ থাকায় ৫টি গরুকে বের করা সম্ভব হয়নি। ফলে অগ্নিদগ্ধ হয়ে ৫টি গরুর মৃত্যূ হয়। খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে ৫টি গরুর মৃত্যুর পাশাপাশি বাড়ির ভেতরের বিভিন্ন অংশ পুড়ে যায় এবং বসতঘরের অন্যান্য মালামালেরও ব্যপক ক্ষতি হয়।
আপনার মন্তব্য লিখুন