সরাইলের সাবেক ইউএনও মোঃ আশরাফ উদ্দিন এনটিআরসিএর নতুন চেয়ারম্যান
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ , ২৫ ডিসেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মোঃ আশরাফ উদ্দিন।
ইতিপূর্বে তিনি গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ছিলেন। সরাইল উপজেলার সাবেক ইউএনও হিসেবে তিনি সরাইলে সুনামের সহিত কাজ করেছেন। গত ১৪ ডিসেম্বর তাঁকে এনটিআরসিএর চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে। উল্লেখ্য গত ১৭ ডিসেম্বর এনটিআরসিএর সদ্য বিদায়ী চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোঃ আকরাম হোসেন অবসরে যাওয়ায় নতুন চেয়ারম্যান হিসেবে সরাইল উপজেলার সাবেক ইউএনও বর্তমানে অতিরিক্ত সচিব মোঃ আশরাফ উদ্দিনকে এনটিআরসিএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন