সরাইলের রাব্বি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পদে নির্বাচিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ , ৪ জুন ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ রফিক উদ্দিন ঠাকুরের বড় ছেলে মোঃ সাইফুল ইসলাম ঠাকুর(রাব্বি) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য পদে নির্বাচিত মোঃ সাইফুল ইসলাম ঠাকুরের (রাব্বি) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামে। মোঃ সাইফুল ইসলাম ঠাকুরকে (রাব্বিকে) বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য পদে নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এস এম জাকির হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন সরাইল উপজেলা ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন