২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলের বড় হুজুর আল্লামা মোহাম্মদ আলীর জানাযায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ , ৯ ডিসেম্বর ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

FB_IMG_1575892794086FB_IMG_1575892797949FB_IMG_1575888405123

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম:

ব্রাহ্মণবাড়িয়া জেলার বয়:জ্যোষ্ঠ আলেম ও সরাইলের বড় হুজুর আল্লামা মোহাম্মদ আলীর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার(৯ডিসেম্বর) বাদ যোহর সরাইল কুট্টাপাড়া খেলার মাঠে হাজার হাজার মানুষের স্বত:স্ফূর্ত অংশ গ্রহনে জানাযা শেষে মরহুমের ওসিয়ত অনুযায়ী মালিহাতা মাদ্রাসা প্রাঙ্গনে দাফন করা হয়েছে। রোববার(৮ডিসেম্বর) দিবাগত রাত ৭টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারনে সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের নিজ বাড়িতে ১শত ৩বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি….রাজিউন)। সোমবার দুপুর ১২টা থেকে দূর-দূরান্ত থেকে আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও ধর্মপ্রান মুসল্লিগণ জানাযার মাঠে এসে জড়ো হতে থাকেন। যোহরের নামাজ জামাতে মাঠেই আদায় করেন জানাযা পড়তে আসা মুসুল্লিগণ। মুসুল্লিগণ কর্তৃক জানাযার মাঠ কানায় কানায় পূর্ন হয়ে মাঠের আশ-পাশের রাস্তায়ও জানাযার কাতারে মুসুল্লিদের শরীক হতে দেখা যায়। ব্রাহ্মনবাড়িয়া জেলার বড় হুজুর আল্লামা মনিরুজ্জামান সিরাজী উক্ত জানাযায় ইমামতি করেন। হাজার হাজার আলেম-ওলামার ওস্তাদ আল্লামা মোহাম্মদ আলী দীর্ঘ ৫২ বছর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেন। স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন তিনি। জানাযা পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন আল্লামা আলহাজ্ব সাজিদুর রহমান, আল্লামা মুফতি মোবারক উল্লাহ, আল্লামা জুনাইদ আল হাবিব, আল্লামা জহিরুল ইসলাম, সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আব্দুর রহমান, আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার, মাওলানা মেরাজুল হক কাসেমী, মাওলানা আশরাফ আলী হরষপুরী, মাওলানা ছিদরাতুল্লাহ নুর, মাওলানা হেলাল উদ্দিন ভুইঁয়া, মাওলানা বোরহান উদ্দিন আল মতিন, মাওলানা জয়নাল আবেদীন বাকাইলী, মাওলানা লিয়াকত আলী, সাবেক ব্যাংক কর্মকর্তা শাহজাহান মিয়া, মাওলানা আবুল কাসেম, মাওলানা আব্দুল হান্নান কাসেমী, অধ্যক্ষ নুজরুল ইসলাম খাদেম, বুধল ইউপির সাবেক চেয়ারম্যান এ কে এম নুরুল ইসলাম আলম, এ কে এম ইকবাল আজাদের পুত্র ইফাত আজাদ, জেলা বাস-মালিক সমিতির সভাপতি জমশেদ মিয়া, মরহুম আল্লামা মোহাম্মদ আলীর পুত্র আলহাজ্ব হেলাল উদ্দিন ও মাওলানা কুতুব উদ্দিন প্রমুখ । দূর-দূরান্ত থেকে অনেক কষ্ট করে জানাযায় অংশগ্রহনকারী সকল আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার ধর্মপ্রাণ মুসুল্লিগণকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুরহুম আল্লামা মোহাম্মদ আলীর পুত্র মাওলানা কুতুব উদ্দিন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন