সরাইলের প্রথম মাদ্রাসা আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম আলীনগর মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ বাদ আছর শুরু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ , ১০ জানুয়ারি ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
১৯৪৮সালে প্রতিষ্ঠিত অসংখ্য আলেমেদ্বীনদের প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান, বি বাড়ীয়া জেলার সরাইল উপজেলার প্রথম আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম আলীনগর মাদ্রাসার ২দিন ব্যাপি বার্ষিক ইসলামী মহা সম্মেলন আজ বুধবার(১০জানুয়ারী) বাদ আছর থেকে মাদ্রাসা মাঠে শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা হাফেজ উবায়েদ উল্লাহ। সহ-সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন অত্র মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব মাওলানা আবু সাঈদ। প্রধান অতিথি হিসেবে শুভাগমন করবেন বি.বাড়ীয়া দারুল আরকাম মাদ্রাসার মহাপররিচালক আল্লামা শায়খ সাজিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শায়খে বরুনা হাফেজ মুফতি অলিউর রহমান, শায়খে কাঠখালী মাওলানা আবুল ফজল, সরাইলের কৃতি সন্তান, অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র, জামেয়া ইউনুছিয়া বি বাড়ীয়ার নাজিমে তালিমাত ও শায়খুল হাদিস মাওলানা মুফতি শামসুল হক, শাহবাজপুর মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুছ। প্রধান আকর্ষন হিসেবে শুভাগমন করবেন তারতিলুল কোরাআন ফাউন্ডেশ, বাংলাদেশের মহাপরিচালক হাফেজ ক্বারী সাইদুল ইসলাম আসাদ। আমন্ত্রিত ওয়ায়েজিনেকেরাম হিসেবে উপস্থিত থাকবেন আশুগঞ্জ বাজার মাদ্রাসার মোহতামিম মাওলানা উবায়দুল্লাহ মাদানী, বায়তুল উলুম বেপারীপাড়া মাদ্রাসার সাবেক প্রতিষ্ঠাতা মোহতামিম মাওলানা ইয়াকুব আলী কাসেমী, আলীনগর মাদ্রাসায় দীর্ঘ দুই যুগের বেশী সময় ধরে খেদতকারী বর্তমানে অত্র মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুফতি রায়হান উদ্দিন, নোয়াগাওঁ মদিনাতুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা জসিম উদ্দিন আরেজী, ঘাটুরা জামে মসজিদের খতিব মাওলানা আখতার হুসাইন প্রমুখ। অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও দেশবরেণ্য ওলামায়েকেরামগণ উক্ত ইসলামী সম্মেলনে উপস্থিত থাকবেন। এতে সর্বস্তরের তৌহিদি মুসলমানদের দ্বীনি দাওয়াত করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। আগামীকাল বৃহস্পতিবার (১১জানুয়ারী) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই দিন ব্যাপি উক্ত ইসলামী মহাসম্মেলন।
আপনার মন্তব্য লিখুন